তুমি কী করতে যাচ্ছ বা কী করতে চাচ্ছ; তার কোনোটাই সাধারণ মানুষকে বলো না। তুমি বরং এগুলো না বলে যা করতে যাচ্ছ বা চাচ্ছ তা মনের ভিতর রেখে সেটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সুন্দর একটা পরিকল্পনা করো এবং সেই অনুযায়ী কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা কর। কারণ, তুমি যা করতে যাচ্ছ বা চাচ্ছ তা সাধারণ মানুষকে বললে, তারা হয়তো তোমাকে নিরুৎসাহিত করতে পারে বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তুমি যা করতে যাচ্ছ বা চাচ্ছ, তা ভালোভাবে সম্পন্ন করতে পারলে দেখবে এই মানুষগুলোই প্রথমে বেশি আঘাত পাবে; আর তুমি সেটি উপভোগ করো! আগেই বলে ফেললে তুমি হয়তো সেটিও উপভোগ করার সুযোগ পাবে না; কিংবা তোমার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তারা তোমার অনেক সমালোচনা করার সুযোগ পাবে!
[অপ্রকাশিত মোটিভেশনাল বই “তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে” থেকে নেয়া।]
©____ Gazi Mizanur Rahman